অন্ডকোষ বৃদ্ধির লক্ষানাবলি কী?
দুইটি ন্ডকোষের প্রত্যেকটি একটি থলির ভিতর থাকে। এই থলি আবরণী পর্দার মতো এগুলাকে নিজ গহব্বরে লুকিয়ে রাখে। এই থলি সহ অন্ডকোষ দ্বয় আবার চামড়া ও পাতলা মাংস পেশির থলির ভিতর থাকে। কোষবৃদ্ধি রোগে মধ্যস্থিত আবরণ বলীর ভিতরে জলীয় পদার্থ জমিয়ে আকার বৃদ্ধি পাওয়াকে কোষ বৃদ্ধি বলে।
কারনঃ
১, আঘাত হনিত কারনে,
২, প্রদাহ জনিত কারনে, ( ফাইলেরিয়া রোগের কারনে সাধারণত এটি হয়।)
লক্ষ্মণঃ
১, স্থানীয় ভাবে থলি আস্তে আস্তে বড় হতে থাকে।
২, এই বড় আকার এর ভিতর নরম ভজভজ করে।
৩, সঞ্চিত স্থানে তরল জলীয় পদার্থ অনুভব করা হয়।
৪, ফাইলেরিয়া রোগের কারনে সাধারণত এটি হলে এর সিমটম দেখা দেয়।
চিকিৎসাঃ
অপারেশনের মাধ্যমে জল নিষ্কাশন করা।
Post a Comment
0 Comments