পরিচিতঃ-

আকরকরা গুল্মজাতীয় গড়ানো গাছ।কান্ডের গাট দুরে দুরে হয়। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। কিনারা খাজকাঁটা অনেকটা চন্দমল্লিকার মতো।  ফুল অনেকটা গাধা ফুলের মতো, তবে সরু হয়। ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। 

করকরার মূল ধূসর বর্ণের এবং চিবোলে জিহ্বা চিন চিন করে। এটির মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।ভেষজ দোকানে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন। স্থানভোদে একে আকুর খুরা, আকর কাটা প্রভৃতি নামে ডাকা হয়। এটি এপ্রিল ও মে মাসে ফুল হয়।


উপকারিতা :

উত্তেজক,কামোদ্দীপক এবং মুখের লালস্রাব বর্দ্ধক।


মৃগী, সর্দি কাশি, শীতলজনিত রোগ, মাথাব্যথা,পক্ষাঘাত নিরাময় এর জন্য খুবই উপকারি ।


জন্মস্থানঃ-

আফ্রিকা মহাদেশের আলজেরিয়ায়। পর্তুগিজরা এদেশে নিয়ে আসবেন, বর্তমান আফ্রিকাসহ মিশর, আরব, সিরিয়া সহ  প্রভৃতি দেশে এটি চাষ হয়।


অতিরিক্ত মাত্রায় সেবন করলে ফুসফুসের কার্যক্রম ভিঘ্নিত হতে পারে।